বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় কিস্তিতেও জুটি হচ্ছেন হৃত্বিক-ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৫ জুলাই) জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটি মুক্তির ১০ বছর পূর্ণ করেছে। দুর্দান্ত এই সিনেমাটির স্মৃতিচারণ করতে গিয়ে সিনেমাটির পরিচালক তার ইনস্টাগ্রাম পোস্টে একটি নীল গাড়ির ছবি শেয়ার করেছেন।

এরপর থেকে ভক্তদের অনেকেই ধারণা করা শুরু করেন, এবার বুঝি দ্বিতীয় কিস্তি চলেই আসছে সিনেমাটির।

তবে শুধু ভক্তরা নয়, দ্বিতীয় কিস্তি নিয়ে আভাস দিয়েছেন জোয়া আখতার নিজেও।

গাড়িটির ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, ‘গাড়িটি হয়তবা আরো একবার বের করার সময় চলে এসেছে। দশটি বছর পার হয়ে গেল। দারুণ সব স্মৃতি। দুর্দান্ত সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে দারুন কিছু সময় কাটিয়েছিলাম।’

পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল পড়ে যায়। সেখানে কমেন্ট করেন ছবির প্রধান চরিত্র হৃত্বিক রোশানও।

সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে নিজের ইচ্ছের কথা জানিয়ে তিনি লিখেন, ‘হাহাহাহাহাহ সম্মতি আছে প্রিয়।’

হৃত্বিকের বিপরীতে অভিনয় করা ক্যাটরিনা কাইফও জোয়া আখতারের স্মৃতিচারণে শরিক হয়েছেন। তিনি পোস্টের নিচে লেখেন, ‘অসাধারণ’।

হৃত্বিক-ক্যাটরিনার মন্তব্য আভাস দিচ্ছে ‘জিন্দেগি না মিলেগি’ দোবারায় জুটি হবেন তারাই।

এদিকে আরেক পরিচালক করণ জোহর জোয়ার ও-ই পোস্টে লিখেছেন, ‘কি অসাধারণ একটি সিনেমা ছিলো। আমার পছন্দের সেরা ছবিগুলোর মধ্যে একটি।’

প্রসঙ্গত, দিন কয়েক আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কথা বলেছিলেন হৃত্বিক রোশন। তার সম্মতির কথাও জানিয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ