শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে ২৪০ রানে আটকে রাখল বাংলাদেশ

news-image
একমাত্র টেস্টের পর প্রথম ওয়ানডেতেও জয়, সফরের শুরুটা এর চেয়ে ভালো হতেই পারত না বাংলাদেশের। এবার মিশন ওয়ানডে সিরিজ জয়ের। সে লক্ষ্য নিয়েই আজ রোববার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। এই ম্যাচের লাইভ আপডেট জানাচ্ছে ঢাকা পোস্ট-

জিম্বাবুয়েকে ২৪০ রানে আটকে রাখল বাংলাদেশ

সিরিজ জয়ের হাতছানি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। সেই চ্যালেঞ্জে জিম্বাবুয়েকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি সফরকারী দলের বোলাররা। স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৪০ রান।

শরিফুল ইসলাম ৪ উইকেট শিকার করেন। ৪২ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, একটি করে উইকেট তাসকিন, সাইফউদ্দিন ও মিরাজের।

স্কোর-

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (মারুমানি ১৩, চাকাভা ২৬, টেইলর ৪৬, মায়ার্স ৩৪, মাধেভেরে ৫৬, রাজা ৩০, জঙ্গুয়ে ৮, মুজারাবানি ০, চাতারা ৪*, এনগারভা ৭*; তাসকিন ১০-০-৩৮-১, সাইফ ১০-০-৫৪-১, মিরাজ ৭.২-০-৩৪-১, শরিফুল ১০-০-৪৬-৪, সাকিব ১০-০-৪২-২, মোসাদ্দেক ১.৪-০-৭-০, আফিফ ১-০-১১-০)।

চার বাঁচাতে গিয়ে রক্ত ঝরল তাসকিনের

২৮তম ওভারে মেহেদি হাসান মিরাজের বলটা মায়ার্স সপাটে চালিয়ে দিয়েছিলেন লং অনে। সেখানে দারুণভাবে চার ঠেকিয়ে দেন তাসকিন। তবে তা বাঁচাতে গিয়ে রীতিমতো রক্ত ঝরল বাংলাদেশি এই পেসারের ডান হাত থেকে।

বিস্ময়করভাবে আউট হলেন টেলর, চালকের আসনে বাংলাদেশ

আগের বার টেলর কপালজোরে বেঁচেবর্তে ফিরেছিলেন, জুতো খুলে গিয়েও তা থেমে গিয়েছিল স্টাম্পের একটু আগে গিয়ে। কিন্তু দ্বিতীয়বার আর ভাগ্যদেবী মুখ তুলে তাকালেন না জিম্বাবুয়ে অধিনায়কের দিকে। শরীফুলের শর্ট বলে আপার কাট করতে চেয়েছিলেন। ব্যর্থ হলেন, এরপর ব্যাট নামিয়ে আনতে গিয়ে তা লাগল স্টাম্পে। বিস্ময়করভাবে আউট হলেন টেলর, উইকেট গেল শরীফুলের ঝুলিতে। ৪৬ রান করে বড় শত্রুর বিদায়ে বাংলাদেশ চলে এল চালকের আসনে।

জিম্বাবুয়ে ১১১-৪

সাকিবের আঘাতে আবারও এলোমেলো জিম্বাবুয়ে

দ্রুত দুই উইকেট হারানো জিম্বাবুয়ে কিছুটা কক্ষপথে ফিরছিল রেজিস চাকাভা আর ব্রেন্ডন টেলরের ব্যাটে চড়ে। কিন্তু তাদের এ পথচলায় বাঁধ সাধলেন সাকিব আল হাসান। দারুণ এক আর্মারে ফেরালেন চাকাভাকে। জিম্বাবুয়ে হারাল তাদের তৃতীয় উইকেট।

জিম্বাবুয়ে ৮০-৩

তাসকিনের মতো প্রথম ওভারে উইকেট মিরাজেরও

তাসকিনের দেখানো পথেই যেন হাঁটলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে তুলে নিলেন মারুমানিকে। যদিও তাতে মারুমানির দোষই বেশি, অনেকটা জেদ ধরেই খেলতে চেয়েছিলেন বড় শট। ব্যাটে বলে হয়নি, মিরাজের উইকেট টু উইকেট বল গিয়ে আঘাত হেনেছে স্টাম্পে।

জিম্বাবুয়ে ৩৩-২

প্রথম ওভারেই তাসকিনের আঘাত, বিপাকে জিম্বাবুয়ে

টস জিতে সিদ্ধান্ত বদলে এবার ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু তাতে ভাগ্য পরিবর্তনের আভাস মিলছে না। প্রথম ওভারেই আজ আঘাত হানলেন তাসকিন আহমেদ। আগের দুই বলে অফস্টাম্পের বাইরে কিছুটা শর্ট বলে কাট করতে যেয়েও ব্যর্থ হয়েছিলেন ওপেনার দলে ফেরা টিনাশে কামুনহুকামউই, তাতে জেদ চেপে গিয়েছিল যেন। ষষ্ঠ বলে কাট করতে চেয়ে ‘সফল’ হলেন, কিন্তু পয়েন্টে থাকা আফিফের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। প্রথম ওভারেই প্রথম উইকেট হারাল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ৩-১

জিম্বাবুয়ে দলে দুই পরিবর্তন

প্রথম ম্যাচের একাদশ থেকে জিম্বাবুয়ে দুটো পরিবর্তন এনেছে। চোটের কারণে ছিটকে গেছেন টিমিসেন মারুমা ও রায়ান বার্ল। তাদের জায়গা নিয়েছেন সিকান্দার রাজা ও টিনাশে কামুনহুকামউই।

জিম্বাবুয়ে দল- ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স ও রিচার্ড এনগারাভা।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে বাংলাদেশ

শুক্রবার প্রথম ম্যাচের একাদশটা নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ দল- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতেও টসে হেরেছিল বাংলাদেশ। তবে সেদিন জিম্বাবুয়ে অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন ফিল্ডিংয়ের। সেই জিম্বাবুয়ে আজও টসে জিতেছে। তবে এবার সিদ্ধান্তে পরিবর্তন এল। টসে জিতে ব্যাটিংয়ে নামছে স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব