শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৮ ঘণ্টার মধ্যে শের বাহাদুরকে নেপালের প্রধানমন্ত্রী করার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ২৮ ঘণ্টার মধ্যে নেপালের কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবাকে দেশটির প্রধানমন্ত্রী করার নির্দেশ দিয়েছেন সেদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

দেশটির পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে সোমবার এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারিকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ফলে কে পি শর্মা ওলিকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা।
এর আগে রাজনৈতিক অস্থিরতার জেরে ভেঙে দেওয়া হয়েছিল সংসদ তথা মন্ত্রিসভা। পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পুনর্নিবাচনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তাদের দাবির পক্ষেই আজ নির্দেশ দিল নেপালের সুপ্রিম কোর্ট।

 

এ জাতীয় আরও খবর