শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর দাবি ওয়ার্কার্স পার্টির

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার কারণে করোনাভাইরাসে প্রাণহানি বেড়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা। সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে ‘যোগ্য ব্যক্তিকে’ দায়িত্ব দেওয়ার অনুরোধও করেন তাঁরা।

করোনাভাইরাস মহামারিতে মানুষকে সাহায্য করতে স্বেচ্ছাসেবী কার্যক্রম ‘শহীদ রাসেল ব্রিগেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। আজ শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে উদ্বোধন করা হয় কার্যক্রমটির। এরপর স্বেচ্ছাসেবকেরা ঢাকার তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয়নগর, সেগুনবাগিচা কাঁচাবাজার, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসংলগ্ন এলাকা, সেগুনবাগিচা হাইস্কুল এলাকায় জনসচেতনতামূলক প্রচারাভিযান চালান। বিতরণ করেন মাস্ক। দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘গত দেড় বছর যাবৎ করোনা অতিমারি সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিসীম দায়িত্বহীনতা, অদূরদর্শিতা, পরিকল্পনাহীনতা ও সমন্বয়হীনতার কারণে ব্যাপক হারে জীবনহানি হচ্ছে। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা দরকার। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা রাখি।’

দারিদ্র্য ও চিকিৎসার অভাবের কারণে গ্রামে অনেক মৃত্যু ঘটছে উল্লেখ করে ফজলে হোসেন বাদশা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তহীনতা, অব্যবস্থাপনা, অদক্ষতা ও দুর্নীতির রেকর্ড নিয়ে সমালোচনার শীর্ষে অবস্থান করছে। তারপরও সমস্ত হাসপাতালে শয্যাসংখ্যা, আইসিইউ বৃদ্ধিসহ পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের দাবি করছি।’
দ্রুত সারা দেশে গণটিকা দেওয়ার দাবি জানান তিনি।

দলের ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ফজলে হোসেন বাদশা। বক্তব্য দেন নগর পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায় ও শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন খান বাবুলও।

আবুল হোসাইন বলেন, ‘রোম যখন পুড়ে, নিরো তখন বাঁশি বাজায়—দেশের স্বাস্থ্যমন্ত্রীর কার্যক্রম দেখে তাই মনে হয়। স্বাস্থ্যমন্ত্রীকে ইতিমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছেন। তাঁর উচিত যোগ্য ব্যক্তির নিকট দায়িত্ব অর্পণ করা। কারণ, উনি ইতোমধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু ও লক্ষ লক্ষ মানুষের সংক্রমণজনিত ভোগান্তির জন্য দায়ী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে বাংলাদেশ টিকাসংকটে পড়েছে।’

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক