বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লাভের আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন খামারিরা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : এবারের আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা লাভের আশায় দিনরাত গরু মোটাতাজা করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন। শেষ সময়ে দেশে করোনার সংক্রামণ বেড়ে যাওয়ায় একদিকে লকডাউন অন্যদিকে  হাট বসা নিয়ে অনিশ্চিত হওয়ায় খামারিরা এখন চরম উৎকণ্ঠায় দিন পাড় করছে। বিক্রি নিয়ে তাদের মনে দেখা দিয়েছে শঙ্কা এরকমটাই জানিয়েছেন বেশ কয়েকজন খামার মালিক।
জেলা প্রাণিসম্পদ সম্পদ অফিস সূএে জানা যায়,  চাহিদার চেয়েও বেশী পশু উৎপাদন রয়েছে। জেলায় তালিকাভুক্ত ১২ হাজার ৩৭০টি খামার ছাড়াও অনেকেই পারিবারিকভাবেও কোরবানির পশু পালন করছেন। এ বছর বিভিন্ন কোরবানি যোগ্য পশুর চাহিদা জেলায় ১ লাখ ৬৩ হাজার হলেও পশু রয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ।
খামারের মালিক আফজাল মিয়া জানান, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে পশু উৎপাদন করা হচ্ছে। কিন্তু চলমান পরিস্থিতির কারণে লাভের কথা পড়ে  এখন গরু বিক্রি নিয়েই আমাদের ভাবতে হচ্ছে। আসন্ন  কোরবানির ঈদকে সামনে রেখে এমনিতে গরু খাদ্যের দাম বাড়তে শুরু করেছে কয়েক মাস আগ থেকে। খৈল, ভূষি, ঘাস, খড়, লালিসহ বিভিন্ন দানাদার খাবার খামারের গরুকে প্রতিনিয়তই খাওয়ানো হচ্ছে। গতবারও করোনার কারণে আমাদের ব্যবসা ভাল যায় নি। ক্ষতি পুষিয়ে নিতে আমরা খামার গুলোতে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু তৈরি করেছি। তবে শেষ সময়ে করোনার প্রকট বাড়তির দিকে হওয়ার বিভিন্ন অঞ্চলের পাইকার আসা সহ স্হানীয়ভাবে পশুর হাট  বসা নিয়ে দু:চিন্তায় পড়ে গেছি। জানিনা ভাগ্যে কি আছে ।
খামার মালিক মো. নাসির ভূইয়া বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমার খামারে গরুর পরিচর্যা করা হচ্ছে। মোটাতাজা করনে কোন প্রকার ক্ষতিকর উপাদান ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খাবার খাওয়ানো হচ্ছে। তবে এবার বাজারজাত নিয়ে উৎকন্ঠায় আছি লকডাউনে গরুর হাট না বসলে আর্থিক সংকটে পড়ে যাব।
জেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা ডা. এ বি এম সাইফুজ্জামান বলেন, অনলাইনে পশু কেনাবেচার জন্য প্রতিটি উপজেলায় ফেসবুক পেইজ খোলা হয়েছে। এতে খামারিদের যাবতীয় পশুর তথ্য আপলোড করা হচ্ছে। অনলাইনে পছন্দের পর ক্রেতারা ইচ্ছা করলে খামারে এসে দেখে শুনে তার কোরবানির পছন্দের পশুটি কিনতে পারবেন। আমাদের পক্ষ থেকে খামারিদের গরু পালনে  যাবতীয় নির্দেশনা দেওয়া হচ্ছে সবসময়ই।

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ