বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন ভালো রাখতে পারে বারান্দা

news-image

ডা. শুভাগত চৌধুরীঢাকা
বারান্দা হতে পারে বাসার সবচেয়ে পছন্দের জায়গা। বারান্দার রোদ্দুরে আরাম কেদারায় বসে গরম দুধ ছাড়া চায়ে চুমুক দিতে দিতে পত্রিকার পাতায় চোখ বোলানো । মন ভাল হয় না, কে বলেছে?

সন্ধ্যা পেরিয়ে অনেক সময় গেছে, এখন রাত আধারে বারান্দায় পাবেন ‘গথিক গন্ধ’।

অষ্টাদশ শতকের ভৌতিক রোমান্টিক সাহিত্য কি ফিরে এল অন্ধকার বারান্দায়, এ কেমন ভুতুরায়ন?

বরং সারাদিনের ক্লান্তি শেষে বারান্দায় বসে প্রিয় লেখকের বই পড়া নয়ত গান শোনা। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে শুনি “আঁধারের গায়ে গায়ে পরশ তব/সারারাত ফোটাক তারা নব নব।’

অতিমারির এই সময়ে এই বারান্দা হতে পারে এক স্বস্তির জায়গা। কিন্তু বারান্দায় জঞ্জাল, পুরনো আসবাব, ঘটি–বাটি, কাপড় রেখে দিলে তা হয়ে উঠবে নিরানন্দের জায়গা। তাই ঘর পরিষ্কারের নামে বারান্দায় অপ্রয়োজনীয় জিনিষের স্তুপ করে রাখা নয়। এমন বারান্দা স্বাস্থ্যের জন্য ভালো নয়।

খুব দামী আসবাব আর অনেক দামের জিনিষ এনে বারান্দায় রাখবেন তা নয়। বদলে দেবার দরকার নেই এর কাঠামো। আপনার শিল্পী মনের মাধুরী মিশিয়ে দিতে পারেন বারান্দার সৌন্দর্য্যে। দেয়ালে থাক পছন্দের স্টিকার, ছবি নয়তো মুখোশ। মনে পড়ে যাবে সেই কবে চারুকলার বর্ষ শুরুর মিছিলে মুখে মুখোশ লাগিয়ে পদব্রজ। আর দেয়ালে ঝোলাতে পারেন একাধিক গাছ, প্লাস্টিকের নয়, টাটকা সতেজ গাছ। টবের মাটিতে গজাবে দূর্বা ঘাস। গাছে গাছে রঙ্গিন ফুল, পাতা বাহার, বনসাই আর মানি প্লান্ট। সৈকত থেকে কুড়িয়ে আনা নুড়ি পাথরগুলো সাজিয়ে দিন সিরামিক বা মাটির টবে। কাঁচের বোতলে থাকতে পারে গাছ। আর থাকবে রঙ্গিন ফ্লোর কুশন, মন চাইলে কার্পেট। একপাশে থাকুক মোড়া আর ছোট টেবিল।

বারান্দায় বসে মনে আসে কত সুখ স্মৃতি। হোক বসন্ত নয়তো হেমন্ত—প্রতি ঋতুতেই অনেক সুখের স্মৃতি জমবে এখানে। সামনে নিস্তব্ধ নীল আকাশ, তারা ফোঁটে ওইখানে, জোনাকিরা জ্বলে ভালোবেসে।

মন ভালো হবে না?

 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি