শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহি তার পাঁচ বছরের সংসারে ভাঙনের ইঙ্গিত দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে। সে কথা স্বীকারও করেছেন তার স্বামী পারভেজ মাহমুদ অপু। তারা জানান, বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে।

এর মঝেই খবর রটে, মাহি আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গত ১১ জুন রাতে মেহেদী রাঙা হাতে, কাতান শাড়ি আর নাকফুল পরা একটি ছবি মাহি তার ফেসবুকে পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’। আর গুঞ্জনের শুরু এখান থেকেই। নেটিজেনদের অনেকেই ধরে নেন, এটি মাহির দ্বিতীয় বিয়ের ছবি। কেউ কেউ তো আবার মাহিকে রীতিমত শুভেচ্ছাও জানাতে শুরু করেন।

গুঞ্জন রটে, রাকিব সরকার নামে এক যুবকের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মাহি। রাকিব একজন ব্যবসায়ী। জড়িত আছেন রাজনীতির সঙ্গেও। তিনি থাকেন গাজীপুরে। মাহির ফেসবুক লাইভেও পাওয়া গেছে রাকিবকে।

ফেসবুকের ছবি ও লাইভের সূত্রে গাজীপুরেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা। গল্প ছড়িয়েছে, মাহিকে গাড়ি উপহার দিয়েছেন রাকিব। সেইসঙ্গে মাহি-রাকিব একসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা যাচ্ছে।

তবে সব গুঞ্জনকেই ভুয়া বলে দাবি করেছেন মাহি। তার ভাষ্য, ‘এটি একদমই সত্য নয়। রাকিব আমার একজন বন্ধু মাত্র। গোপনে লুকিয়েই যদি বিয়ে করবো, তাহলে তার সঙ্গে আমার ছবি বা ভিডিও ফেসবুকে কি করে আসতো। সে আর আমিসহ আরও অনেকে মিলে একটি সার্কেল তৈরি করে নিয়েছি আড্ডার জন্য। এর বেশি কিছু নয়।’

এসব গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন এই অগ্নি কন্যা’খ্যাত এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা