বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোহামেডানের হ্যাটট্রিক হার

news-image

স্পোর্টস ডেস্ক : আবারো ব্যর্থ সাকিব আল হাসান। ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার পর বল হাতেও উইকেটশূন্য থাকলেন। দলের সবচেয়ে সেরা তারকার বিবর্ণ দিনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি হ্যাটট্রিক হারের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল দলটি।

বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৯ উইকেটে হারে মোহামেডান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। রূপগঞ্জের বোলারদের তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি দলটি। টপ অর্ডারের সবাই ব্যর্থ হন। মাহমুদুল হাসান ০, পারভেজ হোসেন ইমন ১০, শামসুর রহমান ৫, সাকিব আল হাসান ০, নাদিফ চৌধুরী ০, ইরফান শুক্কুর ৯ রান করেন।

দলটির হয়ে একাই লড়াই করেছেন সাত নম্বরে নামা শুভাগত হোম। ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা ছিল।

রূপগঞ্জের সোহাগ গাজী, মোহাম্মদ শহিদ, নাইম ইসলাম ও কাজী অনিক ২টি করে উইকেট নেন।

১১৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। ওপেনার পিনাক ঘোষ অপরাজিত ৫১, মেহেদি মারুফ ৪১ ও সাব্বির রহমান অপরাজিত ১৪ রান করেন। ম্যাচ সেরা হন রূপগঞ্জের সোহাগ গাজী।

৬ খেলায় ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে মোহামেডান। সমান ম্যাচে ২ জয় ও ৩ হারে ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে রূপগঞ্জ।

এ জাতীয় আরও খবর

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও তিন দিন থাকতে পারে তাপপ্রবাহ

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার