শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর ৫ দিনের রিমান্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পরকীয়া প্রেমিক খালাতো ভাইকে বিয়ে করতে আইনজীবী স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া স্ত্রী শিফা বেগমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী জানান, ময়নাতদন্তের জন্য আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলনের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া শিপা বেগমের পরকীয়া প্রেমিক ও বর্তমান স্বামী তার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি ওই মামলার অন্যতম আসামি।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সেহরি খেয়ে সিলেট নগরীর তালতলাস্থ বাসায় ঘুমাতে যান এডভোকেট আনোয়ার হোসেন। আসরের পর শিফা বেগম ফোন করে আত্মীয় স্বজনদের আনোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ জানান। ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন বলে জানান তিনি। পরে আনোয়ারকে তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপাড় গ্রামে দাফন করা হয়।

এদিকে স্বামীর মৃত্যুর ১০ দিনের মাথায় শিফা বেগম তার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করেন। এরপর আনোয়ারের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়। শিফা বেগমের ফোনালাপ ও আচরণে পরিবারের সদস্যরা নিশ্চিত হন আনোয়ারের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে হত্যা করা হয়েছে। পরে ১ জুন আদালতে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন।

 

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ