বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনার টিকা নেয়া থাকলেও কি মাস্ক পরা জরুরি?

news-image

অনলাইন ডেস্ক : অনেকেরই এরই মধ্যে করোনার প্রতিষেধক হিসেবে দুই ডোজ টিকা নিয়েছেন। কেউ কেউ আবার এক ডোজ নিয়েছেন। অনেকেরই প্রশ্ন, প্রতিষেধক নেওয়ার পরে কি মাস্ক না পরলেও চলবে?

চিকিৎসদের মতে, করোনার প্রতিষেধক দেওয়া থাকলেও আপাতত মাস্ক ছাড়া বাইরে বের হওয়া ঠিক হবে না। তাদের ভাষায়, প্রতিষেধক নেওয়ার আগে যেভাবে করোনা-বিধি মেনে চলতে হচ্ছিল, তেমন ভাবে চলতে হবে এখনও, যাতে ভাইরাসকে যথাসম্ভব আটকানো যায়। প্রতিষেধক নেওয়ার পরও করোনার টিকা নেওয়ার জন্য মূলত তিনটি ব্যাখ্যা দিচ্ছেন চিকিৎসকরা। যেমন—

১. কোনও প্রতিষেধক ১০০ ভাগ সুরক্ষিত রাখতে সক্ষম নয়। মাস্ক বাড়তি সুরক্ষা জোগাতে সাহায্য করবে।

২. প্রতিষেধক নেওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। টিকা কত দিনে একজনের শরীরে কাজ করবে তা ব্যক্তির ওপর নির্ভর করে।

৩. প্রতিষেধক নেওয়ার পরে আপনি সংক্রমিত না হলেও ভাইরাস ছড়ানো বন্ধ করবেন কি না, তা এখনও জানা নেই।