সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজিনাও ভুল করতে পারেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, সাংবাদিক রোজিনা ইসলামেরও ভুল হতে পারে। কিন্তু তিনি যাতে সুবিচার এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। তাকে গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। বিষয়টিকে আবেগতাড়িতভাবে না দেখে বাস্তবতার নিরিখে বিচারের আহ্বান জানান মন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। এর আগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা রোজিনা ইসলামের মুক্তি দাবিতে মন্ত্রীকে স্মারকলিপি দেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) নেতারাও এ সময় একই দাবি জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তাদের মূল দাবি হচ্ছে- নিরপেক্ষ তদন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত নয়, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে শুরু থেকে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন তিনি।

সাংবাদিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিষয়টিকে আবেগতাড়িত না হয়ে বাস্তবতার নিরিখে বিচার করতে হবে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল করে। যে কেউ যে কোনো সময়েই ভুল করতে পারেন। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। মন্ত্রী হিসেবে তিনি সাংবাদিকদের সঙ্গে রয়েছেন। তাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতটুকু করার সেটুকু করার সর্বোচ্চ প্রচেষ্টা তার থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান