সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের করোনা প্রণোদনায় দুর্নীতি হচ্ছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে সরকারের প্রণোদনায়ও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। তাদের কোনো জবাবদিহিতা নেই বলে মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও কোনো দায়িত্ববোধ নাই। এভাবে গোটা জাতিকে একটা চরম বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

বুধবার করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপ’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।

অ্যাপটি স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুকে উৎসর্গ করা হয়। অ্যাপের ওয়েব এড্রেস হচ্ছে- http://zrfbd.com/app/ZRF.apk

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, আশরাফুল হাসান মানিক, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘করোনা শুরু হওয়ার পর থেকে সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞতা এই মহামারিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কারোনা চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। একদিকে করোনা টেস্টে মিথ্যাচার অন্যদিকে চিকিৎসার ক্ষেত্রে দুর্নীতি করে তারা দেশটাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। দুইটা হাসপাতালই উধাও হয়ে গেছে। স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে হারে দুর্নীতি হচ্ছে তাতে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। সরকারের ব্যর্থতা-অযোগ্যতায় গোটা জাতি আজকে বিপদের সম্মুখীন।’

করোনা মহামারির মতো সংকট গণতান্ত্রিক সরকার ছাড়া মোকাবিলা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রয়োজন- একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক পার্লামেন্ট তৈরি করা, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে জনগণের প্রতি দায়িত্ববোধ থাকবে, যেখানে মানুষের সাথে সম্পর্ক থাকবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে, আন্তরিকতার সঙ্গে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করি।’

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা প্রচার করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে আরও অংশ নেন- অধ্যাপক আখতার হোসেন, এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোরশেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ, অধ্যাপক আবদুল করীম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?