শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও নার্ভাস নাইনটিতে বিদায় তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্ভাগ্য তামিম ইকবালের। আবারও নার্ভাস নাইনটিতে বিদায় নিলেন বাংলাদেশের ড্যশিং ওপেনার।

শ্রীলঙ্কা সফরে পাওয়া টানা তৃতীয় ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারলেন না তামিম। সেই সঙ্গে টেস্টে লঙ্কানদের মাটিতে তো বটে, দলটির বিপক্ষে সেঞ্চুরিও অধরা রয়ে গেলো তার।

লঙ্কানদের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা জয়াবিক্রমের করা ইনিংসের ৪৩.২ ওভারে থিরিমান্নের হাতে বন্দী হন তিনি। সাজঘরে ফেরার আগে ১৫০ বলে ১২ চারে ৯২ রান করেন তামিম। সাদা পোশাকের ক্রিকেটে এটি তার টানা চতুর্থ ফিফটি। এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে তামিমের রান ৯০ ও ৭৪*। লঙ্কানদের বিপক্ষে এই ৯২ রানই তার সর্বোচ্চ স্কোর। আশা জাগিয়েও ১০ম সেঞ্চুরি বঞ্চিত হওয়া তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছিলেন। অবশ্য দ্বিতীয় সেশনে সেঞ্চুরির আশায় একটু ধীরগতিতে খেলতে থাকেন তিনি। ৭০ রানে মধাহ্ন ভোজের বিরতিতে গিয়েছিলেন ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংস শুরু করে ৪৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক (৩০) ও মুশফিকুর রহিম (১২)। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৩২৮ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে।

শুরুটা দুর্দান্ত হলেও মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগেই টপ-অর্ডারের ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানের (২৫) বিদায়ের ১৭ বল পর শূন্য হাতে সাজঘরে ফেরেন শান্ত। এই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ের পরপরই প্রথম সেশন শেষ হয়।

দলের ৯৮ রানে সাইফকে ফিরিয়ে টাইগারদের ওপেনিং জুটি ভাঙেন জয়াবিক্রম। এরপর স্কোরবোর্ডে আর মাত্র ১ রান জমা হতেই মেন্ডিসের বলে থিরিমান্নের হাতে বন্দী হন শান্ত। এই সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পাওয়ার পর টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিনে প্রথম ইনিংস শুরু করে তামিম ফিফটির ঘরে পা রাখেন দলের রান যখন ১৪.৫ ওভারে বিনা উইকেটে ৬১। মেন্ডিসের বলে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নেন তিনি।

এর আগে দিনের শুরুতে তাসকিন আহমেদ আঘাত হানার পরপরই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ইনিংসের ১৫৯.২ ওভারে নিজের চতুর্থ শিকার হিসেবে মেন্ডিসকে (৩৩) সাজঘরে ফেরান বাংলাদেশি পেসার। ৭২ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৭ রানে অপরাজিত ছিলেন নিরোশান দিকভেলা। লঙ্কান উইকেটরক্ষক ৬৪ ও মেন্ডিস ২২ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেন। আলোকস্বল্পতার কারণে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করে ১৫৫.৫ ওভারে ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে।

গত বৃহস্পতিবার কেন্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু করে দুই দল। সিরিজের প্রথম ড্র হয়।

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক