শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁও থানার ওসিকে বাধ্যতামূলক অবসর

news-image

নিজস্ব প্রতিনিধি : নারায়ণঞ্জে রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীসহ আটকের ঘটনায় অপেশাদার আচরণের কারণে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন তিনি। এর আগে রিসোর্ট ইস্যুতে নারায়ণঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে বরখাস্ত করা হয়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র সমকালকে জানায়- রিসোর্টে ওই দিনের ঘটনা সঠিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় ওসির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।

এদিকে অপর একটি সূত্র জানায়, নারায়ণঞ্জে প্রশাসনের শীর্ষ পদে শিগগিরই আরো রদবদল আসছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির গুরুতর অভিযোগ রয়েছে।

গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে যান। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি। কথিত স্ত্রীসহ রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক তাণ্ডব চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নেয় হেফাজত নেতাকর্মীরা। রয়্যাল রিসোর্টসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর করা হয়। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। রিসোর্টকাণ্ডের পর দিনই সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয় নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে। এরপর সোমবার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।

রিসোর্ট-কাণ্ডে মামুনুল হককে ছিনিয়ে নেওয়ার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের বিচক্ষণতা, দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠে। পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে হেফাজত কাণ্ড নিয়ে পর্যালোচনা সভায় নারায়ণঞ্জের প্রশাসনের ব্যর্থতার বিষয়টি উঠে আসে।

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক