শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচ : মুমিনুল-লিটনের ডাবল ব্যাটিং

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রস্তুতি ম্যাচ, সেটাও নিজেদের মধ্যে। তাই তো আসন্ন টেস্ট সিরিজের জন্য যা প্রয়োজন, সেটাই করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এই যেমন মুমিনুল হক ও লিটন দাস দু’বার ব্যাটিং করে প্রস্তুতি সেরেছেন। তবে প্রথম দিন বোলারদের ওপর দিয়ে বুলডোজার চললেও রোববার ভালো করেছেন মিরাজ-তাইজুলরা। এর মধ্যে অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নিয়ে এগিয়ে ছিলেন। তাদের দাপটে মুমিনুলের নেতৃত্বাধীন সবুজ দল ২২৫ রানে গুটিয়ে যায়।

লিটন দাস ওপেন করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পরে আবার সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রান করে স্বেচ্ছা অবসরে যান। সীমিত ওভারের ফরম্যাটে লিটন ওপেন করলেও টেস্টে সাধারণত ছয় বা সাতে ব্যাটিং করেন তিনি। সে কারণেই হয়তো ওপেন করলেও পরে তার সম্ভাব্য পজিশনে ব্যাটিং করানো হয়। আর মুমিনুল শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন বলে দ্বিতীয়বার ব্যাটিং অনুশীলনের সুযোগ করে দেওয়া হয় তাকে। এবার ৪৭ রান করে টেস্টের প্রস্তুতি ভালোভাবেই সারেন অধিনায়ক।

এ ছাড়া মিঠুন ২৮, সাদমান ১৯ রান করেন। শরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ২০ রানে। লাল দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিরাজ ৪১ রানে ৩ উইকেট নেন। আরেক স্পিনার তাইজুল ৩০ রানে ১ উইকেট নেন। পেসার আবু জায়েদ রাহিও ভালো বোলিং করেছেন। একটি উইকেট নিয়ে টেস্ট একাদশে জায়গা ধরে রাখাটা প্রায় নিশ্চিত করে ফেলেছেন তিনি। তামিম ইকবালের লাল দল প্রথম দিনে ব্যাটিং করে চার হাফ সেঞ্চুরিতে ৩১৪ রান করেছিল। তাদের ইনিংসে আউট হয়েছিলেন মাত্র একজন, বাকি পাঁচজন স্বেচ্ছা অবসরে গিয়েছিলেন।

শ্রীলঙ্কা যাওয়ার পর থেকে বাংলাদেশ দলের ঘাঁটি গেড়েছিল কলম্বোর অদূরে নেগেম্বোতে। আজ সকালে ক্যান্ডি যাবেন মুমিনুল-মুশফিকরা। কাতুনায়েকেতে অনুষ্ঠিত দুই দিনের এই প্রস্তুতি ম্যাচের ওপর ভিত্তি করে আজ ক্যান্ডিতে ২১ জনের প্রাথমিক দল ১৬ জনের স্কোয়াডে নামিয়ে আনা হবে। বাদ পড়া পাঁচজনও দলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। ২১ এপ্রিল থেকে পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা