শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। রোববার ভোররাত ৩টায় ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ নিয়ে বিমান বাংলাদেশের বাতিল হওয়া পাঁচটি বিশেষ ফ্লাইটের দুটি ছেড়ে গেল। বাকি তিনটিরও রোববার গন্তব্যের পথে রওনা হওয়ার শিডিউল রয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বিশেষ ফ্লাইট ২৬৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, রিয়াদগামী ফ্লাইটটির শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল। তবে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন না থাকায় ফ্লাইটটি বাতিল করা হয়েছিল। সেই ফ্লাইটে ২০১ জন যাত্রী ছিল। সেই যাত্রীদের সঙ্গে আরও কিছু যাত্রী নিয়ে রোববার ভোররাত ৩টায় ফ্লাইটটি রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

তিনি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিমানের আরও তিনটি বিশেষ ফ্লাইটের রোববার জেদ্দা, দাম্মাম ও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার সিডিউল রয়েছে।

লকডাউনের প্রথম তিন দিন বিমান চলাচল বন্ধ রাখায় ২৫ থেকে ৩০ হাজার বিদেশগামী কর্মী ভোগান্তিতে পড়েছেন। তাদের দাবির মুখে শনিবার থেকে বিশেষ ফ্লাইট চালু হলেও প্রথম দিনেই বিপর্যয় ঘটে। ১৪টি ফ্লাইটের সাতটিই বাতিল হয়। এতে ভিসার মেয়াদ নিয়ে উৎকণ্ঠায় থাকা বিদেশগামীরা গত বছরের মতোই ভোগান্তিতে পড়েছেন। রাতভর তারা বিমানবন্দরে অপেক্ষা করেন। পরে বিক্ষোভ করেন। বিক্ষোভ হয়েছে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয় এবং সৌদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনেও।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর পাঁচটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বাকি দুটি ‘ফ্লাই দুবাই’র।

এ জাতীয় আরও খবর

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা