বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রথম জয়ের খোঁজে কেমন হবে মোস্তাফিজদের একাদশ?

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলের চলতি আসরে প্রথম ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সানজু স্যামসনের বীরত্বপূর্ণ ইনিংসে অবিশ্বাস্য এক জয়ের খুব কাছে চলে গিয়েছিল রাজস্থান। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয়েছে মাত্র ৪ রানের জন্য।

বোলারদের ভয়াবহ পারফরম্যান্সের দিন পাঞ্জাব আগে ব্যাট করে দাঁড় করায় ২২১ রানের বিশাল সংগ্রহ। প্রায় সব বোলার ছিলেন খরুচে। বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান দুইবার উইকেটের সম্ভাবনা জাগিয়েও থাকেন উইকেটশূন্য, খরচ করেন ৪৫ রান।

পরে সানজু স্যামসন ৬৩ বলে ১১৯ রানের অসাধারণ এক ইনিংস খেললেও মাত্র ৪ রানের জন্য দলকে জেতাতে পারেননি। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের মুখোমুখি হবে রাজস্থান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম জয়ের খোঁজে খেলতে নামবে তারা।

কিন্তু সে লক্ষ্যে অতীত পরিসংখ্যান মোটেও আশাব্যঞ্জক কিছু নয়। দিল্লির বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি রাজস্থান। এর মধ্যে গত আসরের দুই ম্যাচের একটিতেও ১৫০ রান করতে পারেনি আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

তবে সব স্মৃতি ভুলে এবার নতুন শুরুর আশায় উদ্যমী রাজস্থান। কিন্তু এক্ষেত্রেও রয়েছে বড় ধাক্কা। প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুল ভেঙে ফেলায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন দলের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ফলে বাকি ম্যাচগুলো তাকে ছাড়াই খেলতে হবে রাজস্থানকে।

আজ দ্বিতীয় ম্যাচটিতে স্টোকসের জায়গায় একাদশে নেয়া হতে পারে লিয়াম লিভিংস্টোনকে। এছাড়া একাদশের বাকি খেলোয়াড়দের অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ প্রথম ম্যাচে ৪ ওভারে ৪৫ রান দিলেও, ভালো বোলিং করার সুবাদে এ ম্যাচেও খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।

অন্যদিকে দিল্লির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার। আগের ম্যাচে নিজের শেষ ওভারে বেধড়ক পিটুনি খাওয়া টম কারানের জায়গায় দলে নেয়া হতে পারে তাকে।

রাজস্থানের সম্ভাব্য একাদশ: জস বাটলার, মানান ভোহরা, সানজু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, শিভাম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, শ্রেয়াস গোপাল, চেতান সাকারিয়া ও মোস্তাফিজুর রহমান।

দিল্লির সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা/টম কারান, অমিত মিশ্র এবং আভেশ খান।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা