শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনার দ্বিতীয় ডোজ : রংপুর বিভাগে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের ৮ জেলায় করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই রংপুরের ডিসি, পুলিশ সুপার ও সিটি মেয়র, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন।আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রংপুর বিভাগের ৮ জেলায় একযোগে দ্বিতীয় ডোজের টিকা দেয়া কার্যক্রম শুরু হয়।

শুরুতেই দ্বিতীয় ডোজের টিকা নেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এছাড়াও করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এর পরেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা নেন।
এসময় রংপুর সিটি মেয়র মোস্তফিজার রহমান মোস্তাফা সাংবাদিকদের বলেন, আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। এর আগে ফেব্রুয়ারিতে প্রথম ডোজ নিয়েছিলাম। টিকা নিয়ে অনেকটা নিরাপদ বোধ করছি। সবার প্রতি আহ্বান থাকবে করোনার টিকা নিন, অন্যদেরও উৎসাহিত করুন। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।

এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুরের জেলা রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর সদর হাসপাতাল এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম চলছে। পাশাপাশি প্রথম ডোজ কার্যক্রমও অব্যাহত আছে।

তিনি আরও জানান, দুই হাজার ডোজ নিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) টিকার দ্বিতীয় ডোজের আরও ১ লাখ ১৪ হাজার টিকা এসে পৌঁছবে। শনিবার থেকে জেলার সবখানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার তারিখ হতে দুই মাস পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। টিকা নিতে এসএমএস না পেলেও টিকা কার্ডসহ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে।

প্রসঙ্গত: গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। এর মধ্যে ৯১ হাজার ৪৬৯ জন পুরুষ এবং ৭৩ হাজার ২৫৫ জন নারী।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা