বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জয়া আহসান ‘ব্ল্যাক লেডি’ প্রসঙ্গে যা বললেন

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবারও টালিউডের ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। গত ৩১ মার্চ রাতে কলকাতার অভিজাত এক হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ‘রবিবার’ এবং ‘বিজয়া’ ছবির জন্য সমালোচক বিভাগে জোড়া পুরস্কার পেয়েছেন তিনি। ঐতিহ্যবাহী এই পুরস্কারটি ‘ব্ল্যাক লেডি’ হিসেবেও পরিচিত।

পুরস্কার প্রাপ্তির ৩ দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিলেন জয়া আহসান। জানালেন, দ্বিতীয়বার এই পুরস্কারটি ঘরে তোলার পরেও কেন এটি তার জীবনে বিশেষ ছাপ রাখলো। জয়ার ভাষ্য, ‘ফিল্মফেয়ারের কৃষ্ণ রমণী আবারও বাংলাদেশে এলো। অতিমারির বিষণ্ন দিনে এই তো আনন্দ। যেকোনো পুরস্কারই এমন একটা মাইলফলক যা শিল্পীকে বলে, “তুমি এটা পার হয়ে এগিয়ে যাও।”’

তিনি আরও জানান, ‘ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে পুরস্কারটা এবার এসেছে দুটো ছবির জন্য। একটা “বিজয়া”, আরেকটা “রবিবার”। পুরস্কারটা এল, যখন মার্চ মাসে মুক্তিযুদ্ধের ৫০ বছরের উদ্‌যাপন চলছে। মুক্তিযুদ্ধে রক্তের বন্ধনে বাংলাদেশ-ভারত মৈত্রীর যে সূচনা হয়েছিল, এ বছরটি তারও সুবর্ণজয়ন্তী। আর “বিজয়া” ছবির ভেতরে বয়ে চলেছে বাংলাদেশ আর ভারতের মানুষের ভালোবাসারই ঝরনাধারা। আমার করা এ ছবির পদ্মা চরিত্রটি বাংলাদেশের প্রাণের গভীর থেকে উঠে আসা।

আর ‘রবিবার’ একটি ওপেন-এন্ডেড ছবি। আমার করা সায়নী চরিত্রটি না- আলো না- অন্ধকার। ঘটনা পর্দায় ঘটে না, ঘটে ওর মনে। তাই পুরো অভিনয়টাই ছিল সেরিব্রাল। দারুণ একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। সায়নী কত কী যে শেখালো।’

দর্শকদের ও দুই নির্মাতাকে কৃতজ্ঞতা জানালেন জয়া। বললেন, ‘ভালোবাসা কৌশিক দা আর অতনু দার জন্য। আর আনন্দ তাদের জন্য, যারা আমাকে এতদিন ধরে নিঃশর্ত ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন। সবাইকে নিয়ে আমার এই পথ চলাতেই আনন্দ।’