শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রঙের খেলায় মেতেছে তারা

news-image

বরিশাল ব্যুরো : দোল উৎসব উদযাপনে শিশু থেকে বয়স্করা মেতেছে রঙের খেলায়। রোববার সকাল থেকেই বরিশাল নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া-মহল্লায় শুরু হয় দোল উৎসব।

সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। নগরীর শীতলাখোলা এলাকায় আয়োজন করা হয় ডিজে পার্টির। সেখানে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করে বাহারি রঙের খেলায় মেতে ওঠেন।

শীতলাখোলা এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী পলক দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবী এ দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এই দিনে আমরা প্রতি বছর দোল উৎসব উদযাপন করি।

দুর্জয় দাস নামে আরেকজন জানান, এখানে রঙ খেলতে অনেক লোক এসেছেন। আমিও বন্ধুদের নিয়ে রঙ খেলতে এসেছি।

এ জাতীয় আরও খবর