রংপুর নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রংপুর ব্যুরো : রংপুর নগরীতে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুুপুরে নগরীর সাতমাথা নাচনীয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জাহাঙ্গীরের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ এ ফোন করলে মাহিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ সুরতহাল রিপোর্ট করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন।
তিনি বলেন, পরিবার ও স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জাহাঙ্গীরের লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।