শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময়

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শূন্যরেখায় ফের বিজিবি-বিএসএফের রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসের কারণে গত বছরের ২৪ মার্চ থেকে আখাউড়া-আগরতলা আইসিপিতে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড বন্ধ ছিল।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আজ বিকেলে ফের যৌথ রিট্রিট সিনিমনির প্যারেড করে। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে দেন উত্তর-পূর্ব রিজিওন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ভারপ্রাপ্ত আইজি ত্রিপুরা ফ্রন্টিয়ার ডি.পি সিং।

৩০ মিনিটের প্যারেড অনুষ্ঠান শেষে দুদেশের বাহিনীর চৌকষ সদস্যরা বিউগল বাজিয়ে ও সম্মান জানিয়ে দুদেশের জাতীয় পতাকা নমিত করেন। পরে উভয় দেশের বাহিনী নিজেদের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময় করে। এ সময় আরও উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস কবীর, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম প্রমুখ।

এদিকে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড উপভোগ করতে সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের বহু মানুষ উপস্থিত ছিল।

এ জাতীয় আরও খবর