ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এলাহী মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মায়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এলাহী মিয়া উপজেলার মানিকপুর গ্রামের বজলু মিয়ার ছেলে। এই ঘটনায় মেহেদি হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার জানায়, জমি নিয়ে বিরোধ চলে আসছে অনেকদিন ধরে। সন্ধ্যায় হাতাহাতির খবর এই খবর পেয়ে এলাহী আমাদের বাড়িতে আসলে তাকে লাঠি গিয়ে মাথায় আঘাত করে মেহেদী।
গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) মো:শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । এ ঘটনায় মেহেদি হাসান নামে এক যুবকে আটক করা হয়েছে।