বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমতলীতে ইউপি নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদের সমর্থক বশির (৫৫), নাসির উদ্দিন তালুকদার (৫০), সোহেল তালুকদার (৪০) ও জসিম উদ্দিন তালুকদার (৫০), অপর প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালার সমর্থক তাওহীদ (৩২), শাহিন (৩০), শহিদুল ইসলাম (৩২), মাসুম তালুকদার (৩৫), কাওসার তালুকদার (৪০), নয়া তালুকদার (৩০) জহিরুল প্যাদা (৩৫) ও লোটাস (৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদের সমর্থক নাসির উদ্দিন তালুকদারের নেতৃত্বে আনারস মার্কার সর্মথনে চরকগাছিয়া সোমবাড়িয়া বাজার এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা চালানো হয়। এ সময় অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালার নৌকা মার্কার সমর্থক কাওসার তালুকদারের নেতৃত্বে কর্মী-সমর্থকরা ওই মোটর সাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম অভিযোগ করেন, ‘আমার সমর্থক নাসির তালুকদারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে আনারস মার্কার সর্মথনে চরকগাছিয়া সোমবাড়িয়া বাজার এলাকায় মোটর সাইকেলযোগে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় নৌকা সমর্থক কাওসার তালুকদারের নেতৃত্বে নৌকার সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার চার কর্মী ও সমর্থক গুরুত্বর আহত হন। তাদেরকে বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে ।‘

আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা শো ডাউনের নামে সোমবাড়িয়া ও নতুন বাজারে আমার দুইটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে তা ভাঙচুর করে। এতে আমার ৮ কর্মী-সমর্থক আহত হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আক্তার দিনা জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) . শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, ‘দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনও করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’