গাইবান্ধা বাড়িতে বিস্ফোরণে নিহত ৩
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বিস্ফোরেণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলের দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নিহতরা হলেন- কবির মিয়ার ছেলে অহেদুল ইসলাম (৩৬), কাসেম প্রধানের ছেলে বোরহান উদ্দিন প্রধান (৩৬) ও সোবহান মিয়া (৪০)। তাদের তিনজনের বাড়িই নয়াপাড়া গ্রামে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, সিআইডির টিম ও বিস্ফোরক বিষেশজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। এক কয়েক মিনিট পরে বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শোনা যায়। এরপরেই বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়।
এ সময় আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসী অপরিচিত একজনকে আটক করে। অনেকেই বলছেন হাতবোমা, অবার অনেকেই বলছেন গ্যাসের সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তবে এটা কেউ নিশ্চিত করতে পারেনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কি ধরণের বিস্ফোরক দ্রুব্য আর কি কারণে এমনটা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।