বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্তজমাটের প্রতিকার পেলেন গবেষকরা

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে সুসংবাদ এল অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার করোনার টিকা গ্রহণকারীদের জন্য। এরই মধ্যে এই টিকা গ্রহণের পর রক্তজমাটের কারণ ও প্রতিকার খুঁজে বের করার কথা জানিয়েছেন জার্মানি ও অস্ট্রিয়ার একদল চিকিৎসক।

জার্মানির উত্তরাঞ্চলের গ্রাইফজভালড টিচিং হাসপাতালের গবেষকরা শুক্রবার এই ঘোষণা দেন। খবর ডয়চে ভেলের।

অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার করোনার নেওয়ার পর অনেকের শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার খবর আসছিল। এর ধারাবাহিকতায় ইউরোপের বেশ কয়েকটি দেশসহ ২১টি দেশ এই টিকাপ্রয়োগ স্থগিত করে দেয়। অবশ্য, পরে কোনও কোনও দেশ পুনরায় টিকা প্রয়োগ শুরু করার কথা জানিয়েছে।

এদিকে, গবেষকরা জানিয়েছেন, কী কারণে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কিছু মানুষের দেহে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধছে, তার কারণ খুঁজে বের করতে পেরেছেন তারা।

টিকা নেওয়ার পর কীভাবে অতি অল্পসংখ্যক রোগীর মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাধার ওই বিরল ঘটনাটি ঘটে—তা নিয়ে গবেষণা করেছেন তারা।

গবেষকরা বলেন, খুবই প্রচলিত ওষুধ ব্যবহার করে এ ধরনের রোগীদের চিকিৎসা দেওয়ার পদ্ধতিও তাদের হাতে আছে।

গ্রাইফজভালড হসপিটাল, রাজ্যের স্বাস্থ্য সেবা নিয়ন্ত্রক সংস্থা পল এরলিশ ইনস্টিটিউট (পিইআই) এবং অস্ট্রিয়ার চিকিৎসকদের যৌথ উদ্যোগে এই সাফল্য মিলেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

তবে যে রোগীদের ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রমাণ মিলবে, শুধু তাদেরকেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিরোধমূলক কোনও ব্যবস্থা নেওয়ার সুযোগ এ মুহূর্তে নেই।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু