বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি : দীপা খন্দকার

news-image

বিনোদন প্রতিবেদক : নব্বই দশকের নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। প্রায় তিন দশক ধরে অভিনয়ে মাতিয়ে যাচ্ছেন তিনি। এখনো টেলিভিশন খুললেই দেখা যায় তাকে। বিজ্ঞাপন, নাটক, টেলিছবি সব খানেই নিজেকে ব্যস্ত রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। নতুন দুটি ধারাবাহিক নাটক নিয়ে এখন বেশ ব্যস্ত রয়েছেন তিনি।

এরই ফাঁকে নতুন করে উপস্থাপনা শুরু করলেন দীপা। নাগরিক টিভি’র ‘রান্নার এক্সপার্ট’ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে ৫ বছর উপস্থাপনায় এলেন। দীপা খন্দকার বলেন, ‘বিরতির এই সময়টাতে কিন্তু অনেক অনুষ্ঠানেই উপস্থাপনা করার প্রস্তাব এসেছিলো। কিন্তু সবকিছু মিলিয়ে ব্যাটে বলে হয়নি বিধায় আমাকে উপস্থাপনায় দেখা যায়নি। নাগরিক টিভি’র প্রস্তাবনা এবং আয়োজন ভালো লেগেছে বিধায় এই অনুষ্ঠানটির উপস্থাপনা করছি। এরইমধ্যে প্রথম পর্ব প্রচার হয়েছে। প্রথম পর্ব প্রচারের পরপরই বেশ ভালো সাড়া পেলাম। আশা করছি আগামী পর্বগুলো আরো যত্নে করা হবে এবং আরো বেশি সাড়া পাবো। সত্যি বলতে কী আমি অভিনয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ আমি মনে প্রাণে একজন অভিনেত্রী। কিন্তু মাঝে মধ্যে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে হয়, ঠিক তেমনি হঠাৎ হঠাৎ উপস্থাপনার কাজও করতে হয়। রান্নার এক্সপার্ট’ ঠিক তেমনি একটি অনুষ্ঠান। আমি বেশ উপভোগ করছি।’

এদিকে এরইমধ্যে একটি বিজ্ঞাপন ও একটি তথ্যচিত্রের কাজও শেষ করেছেন দীপা খন্দকার। গৃহকর্মীদের অধিকার নিয়ে অক্সফাম’র উদ্যোগে এই বিজ্ঞাপনে গৃহকর্মীদের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। আবার বিটিভির জন্য দীপা খন্দকার বয়োজ্যেষ্ঠদের খাবার কেমন হওয়া উচিত তা নিয়ে একটি তথ্যচিত্রে কাজ করেছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আহাদ এবং তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রামিম। দুটোতে কাজ করে ভীষণ উচ্ছসিত দীপা খন্দকার।

তিনি বলেন, ‘একটি বয়োজ্যেষ্ঠদের কাজ। অন্যটি গৃহকর্মীদের নিয়ে কাজ। আমার কাছে মনে হয়েছে একজন শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই বেশ সচেতনভাবেই দুটোতে আমি ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছি। একজন শিল্পী হিসেবে আমি সত্যিই ভীষণ খুশি এই দুটো কাজ করতে পেরে।’

এদিকে রুলিন রহমানের পরিচালনায় দীপা খন্দকার ‘মায়ার বাঁধন’ ধারাবাহিকে অভিনয় করছেন। তবে এই ধারাবাহিক কবে প্রচারে আসবে তা এখনো নিশ্চিত নয়। এছাড়াও আরেকটি নতুন প্রতিদিনের ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া

হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

আমরা খুব স্বস্তি অনুভব করছি: স্কয়ারের সিইও তপন চৌধুরী

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা

দেশে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন