মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃণমূল মহাসচিব ‘হেভিওয়েট’ পার্থর বিপক্ষে বিজেপির প্রার্থী শ্রাবন্তী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শোভন চ্যাটার্জি প্রার্থী হতে রাজি হননি। তাই বেহালা পশ্চিম কেন্দ্রে নবাগতা শ্রাবন্তী চ্যাটার্জিকে প্রার্থী করাতেও অবাক হয়েছেন অনেকে। এই কেন্দ্রে তৃণমূল মহাসচিব ও ‘হেভিওয়েট’ নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রার্থী।

বিজেপি এ দিন দিল্লি থেকে ১৪৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। আজ সেই তালিকায় প্রথমে নাম ছিল না শ্রাবন্তীর। সপ্তাহ দু’য়েক আগে বিজেপি-তে যোগ দেওয়া শ্রাবন্তীকে বেহালা পশ্চিমে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তিনি যে প্রার্থী হতে চলেছেন, সে ব্যাপারে যদিও আগে থেকেই নিশ্চিত ছিলেন এই টলি অভিনেত্রী।

গত সোমবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি-র সভা থেকেই সে কথা জানান শ্রাবন্তী। তিনি বলেন, এত দিন অভিনয় করতাম। এখন রাজনৈতিক জীবনে পা রেখেছি। খুব শীঘ্র প্রার্থীও হতে চলেছি হয়তো। আপনাদের আশীর্বাদ চাইছি।
তবে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ‘হেভিওয়েট’ নেতার সামনে নিজের রণকৌশল নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। বিষয়টি নিয়ে পার্থ চ্যাটার্জি বা তৃণমূলেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।