বিমান আছড়ে পড়লো সড়কে
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর একটি বিমান আছড়ে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। ওই শিশুটি গাড়ির মধ্যে ছিল। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আর অপর দুইজন বিমানের আরোহী ছিলেন। সিএনএন’র খবরে বলা হয়, মঙ্গলবার ফ্লোরিডার পেমব্রোক পাইন্সে এ ঘটনা ঘটেছে।
দমকল বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্লেনটি আছড়ে পড়ার ঘটনায় গাড়ির ভেতর থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটি মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে মারা যায়।
রদ্রিগেজ জানান, ওই দুর্ঘটনার পর গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির ওপর আছড়ে পড়ার আগে প্লেনটির পাখা মাটি স্পর্শ করে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই এক ইঞ্জিনের ওই বিমানটি বিধ্বস্ত হয়।