ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত
বিনোদন ডেস্ক : সিঙ্গাপুরে অবস্থান করা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।
ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবাই জানাতে চাই যে আমি স্বাভাবিক রয়েছি এবং আমি উপসর্গহীন করোনায় আক্রান্ত। সব রকম প্রশাসনিক বিধি মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শ শুনে চলছি। আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছি এবং এখানকার একটি রিকভারি সেন্টারে নিজেকে নিভৃতবাসে রেখেছি। আমি সবাইকে নিশ্চিন্তে থাকার অনুরোধ করছি এবং দয়া করে সুরক্ষিত থাকুন। আমার পরিবার ও কর্মীরা সুরক্ষিত রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও শুভ কামনার জন্য।’
এদিকে, হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই ঋতুপর্ণার স্বামী সঞ্জয় সিঙ্গাপুরের বাসিন্দা। এখন নায়িকার দুই ছেলেমেয়ে অঙ্কন-ঋষণা ওই দেশে পড়াশোনা করে। লকডাউন এবং পরবর্তীকালে লম্বা সময় সিঙ্গাপুরেই কাটিয়েছিলেন ঋতুপর্ণা। দশ মাস পর চলতি বছরের জানুয়ারিতে কলকাতায় ফেরেন তিনি। সপ্তাহখানেক আগে একটি শুটিংয়ের কাজে মুম্বাই গিয়েছিলেন ঋতুপর্ণা, সেখান থেকেই সিঙ্গাপুরে উড়ে যান।