সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সমালোচনার আগে নিজেদের ঘর সামলান, কাদেরকে ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সমালোচনা করার আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আপনারা জানেন, বিএনপি আছে, খুব ভালো করে আছে। আপনাদের ওপর চড়াও হয়ে বসেছে বলেই প্রতিদিন বিএনপি নিয়ে কথা বলেন। বিএনপির সমালোচনা করার আগে আপনারা আপনাদের নিজের ঘর সামলান।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিনিয়ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন। তার কথায় আমরা সবাই একটু বিনোদন পাই, কৌতুকবোধ করি। তার কথা বলার ভঙ্গি খুব সুন্দর। তার বসে থাকার ভঙ্গি খুব সুন্দর, তিনি যে আসনে বসে কথা বলেন সেটাও খুব সুন্দর।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) দেখতে অত্যন্ত সুদর্শন মানুষ। চমৎকার কটি পরেন, তার ওপরে নৌকা মার্কার পিন পরেন। সেটা কিসের আমরা জানি না। পত্রপত্রিকায় বের হয়েছে তার ঘড়িগুলো নাকি একেকটি ৩৬ লাখ, ৫২ লাখ, ১ কোটি এ রকম দামের। আসলে দাম কত আমরা সেটা জানি না।’

‘তিনি গতকালও বিএনপির আন্দোলন সম্পর্কে কটাক্ষ করেছেন। প্রত্যেক দিন বিএনপিকে নিয়েই কথা বলেন। অন্যদিকে বলেন বিএনপি নাই। তাহলে প্রতিদিন বিএনপি সম্পর্কে কথা কেন বলেন?’ প্রশ্ন করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদেরতো লজ্জা হওয়া উচিত। বিশেষ করে সাধারণ সম্পাদক সাহেবের। আপনার এলাকা বসুরহাট, আপনার এলাকা নোয়াখালী সেখানে কী হচ্ছে? আজকে পত্রিকায় এসেছে- সেখানে একজন সাংবাদিকসহ যে দুজন খুন হয়েছেন, তাদের মধ্যে মৃত শ্রমিকের ভাই মামলা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ তার মামলা নেয়নি।’

‘কাদের মির্জার বিপক্ষে মামলা নেয়নি। কারণ তিনিতো শুধু কাদের মির্জা নয়, তিনি বাংলাদেশের শক্তিশালী ক্ষমতাধর মানুষ ওবায়দুল কাদের সাহেবের ভাই। কোথায় বিচার, কোথায় ন্যায়ের শাসন?’ প্রশ্ন মির্জা ফখরুলের।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের বন্ধু ছিল না। … স্বাধীনতার পর আওয়ামী লীগের চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। আজ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান