রাজধানীতে হঠাৎ ধূলিঝড়-বৃষ্টি
নিউজ ডেস্ক : রাজধানীতে হঠাৎ ধূলিঝড়ের সঙ্গে অনেক স্থানে বৃষ্টি হয়েছে। শনিবার বিকালে রাজধানীর আকাশ ধুলায় ধূসর হয় ওঠে। সন্ধ্যার আগেই প্রকৃতিতে নেমে আসে যেন রাতের আঁধার। এর পরেই শুরু হয় বৃষ্টি।
এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, দেশের ৫ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাঁচ বিভাগ হলো- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।