বিয়ে করলেন অভিনেত্রী মিম মানতাসা
বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী মিম মানতাসা বিয়ে করেছেন। শনিবার দিবাগত রাতে তার বিয়ের (আকদ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে মিমের ঘনিষ্ঠ সূ্ত্রের বরাতে জানা গেছে। মিমের বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক।
লাক্স সুপারস্টার হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মিম মানতাসা। মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি।
মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি।