ফের ঘর ভাঙল জেনিফারের
অনলাইন ডেস্ক : সঙ্গী অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে ম্যাডিসন লেক্রয়ের স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর বিচ্ছেদের পথ বেছে নিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স শনিবার জানিয়েছে, রিয়্যালিটি স্টারের সঙ্গে রদ্রিগেজের সম্পর্কের কথা জানার পর লোপেজ বাগদান শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। চার বছরের সম্পর্ক দুজনের, বাগদান হয় বছর দুই আগে।
গত জানুয়ারিতে রদ্রিগেজের নতুন সম্পর্কের কথা জানাজানি হয়। এরপর লেক্রয় স্বীকার করেন, রদ্রিগেজের সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ হয়েছে। তবে ডেটিং হয়নি।
লেক্রয় পেজ সিক্সকে বলেছেন, ‘সে কখনো তার বাগ্দত্তাকে শারীরিকভাবে ঠকায়নি। আমি তার পরিবারের জন্য খারাপ কিছু চাই না। আমাদের এখানে কোনো দোষ নেই।’
লোপেজ ২০১৭ সাল থেকে রদ্রিগেজের সঙ্গে ডেটিং শুরু করেন। সম্প্রতি জানা যায়, কোয়ারেন্টাইনের সময় তিনি এবং রদ্রিগেজ মনবিদ দেখিয়েছেন।
লোপেজ কখনোই ভালোবাসায় সফলতার মুখ দেখেননি। আগে তিন-তিনবার বিয়ে করেছেন। কিন্তু কোনো বিয়েই টেকেনি। প্রথম স্বামী অভিনেতা ও প্রযোজক ওজানি নোয়ার সঙ্গে মাত্র এক বছর সংসার করেছিলেন লোপেজ। সেটা ১৯৭৭-১৯৯৮ সালের ঘটনা।
এরপর লোপেজ বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেকের সঙ্গেও বিয়ের কথা ছিল লোপেজের। তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।
সূত্র : দেশ রূপান্তর