বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় একরাতে দুই বাড়িতে ডাকাতদের হানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়  দুই বাড়িতে একই রাতে  ডাকাতির জন্য হানা দেওয়া ঘটনা ঘটে। শুক্রবার রাতে উপজেলার দ্বিজয়পুর গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের হামলায় বাড়ির মালিক সিরাজ মিয়া (৪৫) আহত হন। এসময় ঘরে থাকা  ৭৫ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের সব মালামাল তছনছ করে। অন্যদিকে রাতে আখাউড়া-আগরতলা সড়কের পাশে দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামে ডাকাত দলহানা দেয়। এসময় গ্রামবাসী তাদের দাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যান। এসময় ডাকাতের হামলায়  সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) আহত হয়েছেন বলে জানা যায়।
খবর পেয়ে রাতেই আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্বিজয়পুর গ্রামের
ডাকাতের হামলায় আহত বাড়ির মালিক সিরাজ মিয়া (৪৫) বলেন, বেশ কয়েকজন ডাকাত ঘরের দরজা ভেঙ্গে আমার ঘরে প্রবেশ করে। এসময় তারা   ৭৫ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী  বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে আসি। আবারো এখনো এসেছি। সিরাজ মিয়ার বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। কিন্তু সাতমোড়া গ্রামে ডাকাতির চেষ্টা চালিয়েছিল। গ্রামবাসীর দাওয়া খেয়ে  তারা পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর