বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির নৈপুণ্যে শীর্ষ দুইয়ে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : কোচ রোনাল্ড কোম্যানের কথার মান রাখলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।

নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছেন।

শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের পর অনেকটা নির্ভার মেসি ও তার দল। শীর্ষস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র দুই পয়েন্ট।

ওসাসুনার মাঠে শনিবার ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জর্দি আলবা।

আর এই গোলের নেপথ্য কারিগর অধিনায়ক মেসি। মেসির নিখুঁত ক্রসে জালের খুব কাছে বল পেয়ে যান জর্দি আলবা। সেখান থেকে জোড়ালো শটে ওসাসুনার জাল কাঁপান এই মিডফিল্ডার।

ম্যাচজুড়ে অবশ্য মেসিও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বেশ কয়েকটি আক্রমণ শানিয়ে গেছেন। যদিও সফল হননি তিনি।

ওই গোলের আগে ম্যাচের ১৯ মিনিটের মাথায় প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন মেসি। গোল বাঁচাতে তাকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা। তবে মেসি অফসাইডে থাকায় সিদ্ধান্ত ফিরিয়ে নেন রেফারি।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমেই গোল পেতে মরিয়া হয়ে ওঠেন মেসি। তিন মিনিটের মাথায় লক্ষ্য বরাবর জোরাল শট নেন মেসি। সুনিপূন দক্ষতায় সেটি ফিরিয়ে দেন গোলরক্ষক হেরেরা। এর ২০ মিনিট পর মেসির ফ্রি কিক ওসাসুনার পোস্ট পোস্ট ঘেঁষে চলে যায়। সে যাত্রায়ও ব্যর্থ হন মেসি।

তবে তাতে বার্সার জয় রুখতে পারেননি প্রথমার্ধে লালকার্ড থেকে বেঁচে ফেরা গোলরক্ষক হেরেরা।

৮৩তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে বাম পায়ের বুলেট গতির শট নেন ইলাইস মরিবা। ঝাঁপিয়ে পড়ে বলকে ছুঁতে পারলেও গতির কাছে পরাস্ত হন হেরেরা। বল সোজা ঢুকে পড়ে জাল স্পর্শ করে। বার্সেলোনার হয়ে এটিই তরুণ ইলাইসের প্রথম গোল।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা। ২৬ ম্যাচ শেষে ১৭ জয় ও ৫ ড্রয়ে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট।

ম্যাচ হাইলাইটস দেখুন –

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ