ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় ইয়ামিন (৮) ও আদিব (৯) নামক দুই শিশু নিহত হয়েছেন। শনিবার পৃথক স্হানে দূর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার ভুরিকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের অলি উল্লাহর ছেলে ইয়ামিন ও কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের মো. শাহ আলমের ছেলে আদিব।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানান, দুপুরের দিকে ইয়ামিন তার বাড়ির সামনে হাঁটছিল। একপর্যায়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আর আগে বেলা ১১টায় উপজেলা (উত্তর) ইউয়নের ব্রাহ্মণহাতা নামক স্থানে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে আদিব।
এ ব্যাপারে নবীনগর থানার (এসআই) আবদুল মান্নান পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।