বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়া সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন লাইলী বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের মালশন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লাইলী বেগম সান্তাহার সান্দিড়া গ্রামের মৃত হাফেজ মণ্ডলের স্ত্রী।
জানা যায়, ওই ভারসাম্যহীন নারী সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ মালশন রেললাইনের উপর দিয়ে পার হতে গিয়ে কোনো একটা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেয়৷। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ পরিবারে লোকজনের কাছে লাশটি হস্তান্তর করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।