বন্দিদশা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : করোনার পর টাইগারদের প্রথম বিদেশ সফর। এর আগে এমন অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়নি বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ডে প্রথম সাতদিন বন্দিদশায় পার করেছে তামিমরা। নিজ নিজ কক্ষে কাটাতে হয়েছে ক্রিকেটারদের। দিনে ৩ বার করোনা পরীক্ষা করোনা হয়েছে সফরকারী দলের সদস্যদের।
আশার কথা, ৩ বারের টেস্টেই সবার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তাই এখন থেকে অনুশীলনে নামতে পারবেন টাইগাররা। তবে দিনে অন্তত তিনবার বের হতে পারবে।
শরীরচর্চা, অনুশীলন আর বিশুদ্ধ বাতাস, সবেমিলে তিন ধাপে সর্বমোট ৫ ঘণ্টা রুমের বাইরে থাকার সুযোগ মিলেছে ক্রিকেটারদের। বৃহস্পতিবার শুরু হচ্ছে মাঠের অনুশীলন, একই নিয়মে চলবে এই অনুশীলন পর্ব।