শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় মাহবুবা আক্তার মেরি ও রুপা মনি নামের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গত শুক্রবার রাতে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর গাছুয়াপাড়া গ্রামের নিজ ঘর থেকে মাহবুবা আক্তার মেরি’র গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সে রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপার মেনহাজুল হকের মেয়ে।

অন্যদিকে শনিবার সকালে একই উপজেলার কুতুবপুর নাটারাম উত্তরপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে রুপা মনির লাশ উদ্ধার হয়। নিহত রুপা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও নাটারাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তবে পুলিশ বলছে, দুটি মৃত্যুই রহস্যজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নিজ ঘরে মেরিকে গলাকাটা অবস্থায় দেখে মেরির মা নুরনাহার চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তার গলা কাটা দেখতে পায়। তাদের সামনেই অল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে মেরী। মেরি ওয়ারেসিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এদিকে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ।

নিহত মেরীর ছোট বোন মনিরা সুলতানা আর্তনাদ করে বলেন, ‘হঠাৎ করে আমার বোনের কি হল কিছুই বুঝতে পারছি না।’অন্যদিকে আজ শনিবার সকালে একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রুপা মনি ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। এক মাস আগে রুপা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে। এ নিয়ে থানায় মামলা করেন রুপার বাবা রফিকুল ইসলাম। পরে বিয়ে মেনে নেওয়ার কথা বলে কৌশলে রুপা ও তার স্বামীকে বাড়িতে ডেকে আনে রুপার পরিবার। এক পর্যায়ে ছেলেটিকে পিটিয়ে তালাক নামায় স্বাক্ষর করতে বাধ্য করে। পরে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে রুপার সঙ্গে তার বাবার সম্পর্ক খারাপ যাচ্ছিল। স্থানীয়দের ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করে রুপাকে হত্যা করে লাশ ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়।

লাশ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, বুজরুক হাজিপুর গাছুয়াপাড়া গ্রামের নিজ ঘর থেকে মাহবুবা আক্তার মেরি’র গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বিষয়টি রহস্যজনক। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান ও পিবিআইসহ ক্রাইম সিনের সদস্যরা। অন্যদিকে নাটারাম উত্তরপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে রুপা মনি’র লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের