শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাবির সব হলের ফটকে তালা ঝুলালো প্রশাসন

news-image

জাবি প্রতিনিধি : সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করে হলের ফটকে তালা লাগিয়ে দিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলের মধ্যে ৯টি হলে ছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতের মধ্যেই ওই হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করা হয়। পরে হলগুলোর ফটকে তালা লাগিয়ে দেয় হল প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, ‘গতকাল রাতের মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান করছিল এমন ৯টি হলে সংশ্লিষ্ট হল প্রশাসন গিয়ে বুঝিয়ে শিক্ষার্থীদের বের করে। পরে হলগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়।’

এদিকে বুধবার সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য শিক্ষার্থীরা নিজেদের হলে প্রবেশের জন্য আসলেও তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা হলে শিক্ষার্থীদের জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য প্রবেশের ব্যবস্থা করবেন। কয়েক দিনের মধ্যেই প্রাধ্যক্ষরা এই সিদ্ধান্ত নেবেন।’

এর আগে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রাধ্যক্ষ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের হল থেকে বের করতে সংশ্লিষ্ট হল প্রশাসন ব্যবস্থা নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রাধ্যক্ষ ও হলের আবাসিক শিক্ষকরা হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের বের হতে বলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আটটি হল ও ছাত্রীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত শিক্ষার্থীদের বের করে হল তালাবদ্ধ করে প্রশাসন।

তবে মঙ্গলবার বিকেলে হল না ছেড়ে চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত শুক্রবার ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪০ শিক্ষার্থী আহত হন।

পরে শনিবার হল খোলাসহ কয়েক দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খোলার দাবি না মানায় সেদিন তালা ভেঙে হলে প্রবেশ করেছিলেন শিক্ষার্থীরা। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা