ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের দক্ষিণ মৌড়াইল ডাকবাংলা রোড এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ওভাব্রীজ থেকে নির্বাচনী অফিসকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ করেন বলে দাবি ছাত্রলীগ নেতাদের।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ১টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আর সড়ক থেকে অপর একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।