বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর মুড়ি তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর মাহিগঞ্জে মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোট। এসময় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিসিএসটিআইয়ের অনুমোদনহীন দুইটি মুড়ি তৈরির কারখানা পাওয়া যায়।

সেই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর