শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরবনে আগুন

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ও ধানসাগর ক্যাম্পের মাঝামাঝি এলাকার বনের অভ্যন্তরে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।

সোমবার দুপুরে ধানসাগর ক্যাম্প সংলগ্ন এলাকায় বনের ভেতর দিয়ে ধোঁয়া উড়তে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেয়। এরপর দুপুর ১ টার দিকে ধানসাগর ক্যাম্পের ষ্টাফরা সেখানে ছুটে যান।

বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ইতিমধ্যে আগুন নেভানোর জন্য আগুন লাগার এলাকার চারপাশে ফায়ার লাইন কেটেছে বন বিভাগ।

খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে শরণখোলা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে বন বিভাগ। তবে বন বিভাগ বলছে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ব সুন্দরবনের ধানসাগর ক্যাম্পের ওসি মো. বেল্লাল হোসেন বলেন, দুপুর ১টার দিকে তারা বনে আগুন লাগার খবর পান। তারপর তারা সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে কখন কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা ব্যস্ততার কারণে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

আগুনে বনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঝুঁকি বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আগুন লাগার ঘটনা জানতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করছেন না।

উল্লেখ্য, এর আগেও ওই একই এলাকায় আরও কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেগুলো ছিল নাশকতামূলক। অর্থাৎ বনের অভ্যন্তরের জলাশয়ের মাছ ধরা ও মাছ চাষের জন্য ছোট ছোট গুল্ম জাতীয় লতাপাতায় আগুন দিয়ে পুড়িয়ে মাছ চাষ ও ধরার পরিবেশ সৃষ্টি করা কিংবা উপযোগী করে তোলার কাজ ছিল সেটি।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা