বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরতি কাটিয়ে টেস্টে ফিরছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা বিরতি কাটিয়ে ওয়ানডে ক্রিকেটের পর এবার টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলাটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ফেব্রুয়ারির পর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটেই বাইরে থাকতে হয়েছে। অবশেষে জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরে বাংলাদেশ। এবার টেস্ট ফরম্যাটে ফেরার পালা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফেরাটা স্মরণীয় করেছে টাইগাররা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজে অনেক অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও, টেস্টে উইন্ডিজ দলে রয়েছেন বেশ ক’জন অভিজ্ঞ খেলোয়াড়।

অবশ্য ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় এবারো আশাবাদী বাংলাদেশ শিবির।

এখন পর্যন্ত ১১৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৪টিতে জয় ও ৮৯টিতে হেরেছে টাইগাররা। ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের স্বাদও নিয়েছে বাংলাদেশ। বাকি ১৬ টেস্টে ড্র করেছে তারা। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে তারা কতটা দুর্বল ।

তবে ঘরের মাঠে এখন শক্তিশালী দল বাংলাদেশ। কারণ স্পিনারদের কারণে অনেক সাফল্যই পেয়েছে তারা। স্পিনারদের নৈপুণ্যে ২০১৬ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মরণীয় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারজন স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান ৪০টি উইকেট শিকার করেছেন।

গেল বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয়েও বড় ভূমিকা ছিল স্পিনারদের। একবারই ঘরের মাঠের সুবিধা নিতে পারেনি তারা। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের স্পিনাররা। টাইগারদের স্পিনারদের চেয়ে বহুগুণ দক্ষতা প্রদর্শন করে আফগান স্পিনাররা। জিতে নেয় ম্যাচ। তবে সেই স্মৃতি মনে আনতে চান না​ বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ টেস্টে বাংলাদেশের জয় দুটিতে। হেরেছে ১০টি, ড্র করেছে চারটি। জিম্বাবুয়ে ছাড়া একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই একাধিক টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

সব ঠিক থাকলে নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। যদিও কুঁচকির চোট থেকে তিনি পুরোপুরি সেরে ওঠেননি বলে আগের দিন জানিয়েছিলেন কোচ রাসেল ডমিঙ্গো।