বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

 হারাগাছ পৌরসভা নির্বাচন : আ.লীগের মনোনয়ন পেলেন হাকিবুর, বিএনপির ফারুক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কাউনিয়া উপজেলার সাবেক সভাপতি ও বতর্মান মেয়র হাকিবুর রহমান মাস্টার। আগামী ২৮ ফেব্রুয়ারি বিড়ি শিল্প নগরী খ্যাত এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা থেকে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে গত রবিবার রাতে দলীয় সভায় হারাগাছ পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মেয়র পদে একক প্রার্থী হিসাবে চুড়ান্ত হয়েছেন রংপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোনায়েম হোসেন ফারুক। তিনি রংপুর-৪ আসনের বিএনপি দলীয় এমপি শিল্পপতি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ভাগিনা ও রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ভরসা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এমদাদুল হক ভরসার ফুপাতো ভাই। গত নির্বাচনে তিনি মেয়র পদে লড়ে অল্প ভোটে হেরে যান।বিএনপির প্রার্থী চুড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ।

কাউনিয়া উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি (পঞ্চম ধাপে) হারাগাছ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারী, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ