বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একবার জাল ফেলেই পেলেন প্রায় ৬ লাখ টাকার মাছ

news-image

সাতক্ষীরা সংবাদদাতা : একবার জাল ফেলেই ভাগ্য খুলে গেল সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার ট্যাংরাখালি গ্রামের দরিদ্র জেলে রফিকুলের। একবার জাল ফেলেই পেলেন প্রায় ৬ লাখ টাকার মাছ।

গত বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাছে মাদার নদীতে এই মাছ ধরা পড়ে। ১২৬টি মাছের প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত বলে জানিয়েছেন রফিকুল ও এই মাছের ক্রেতা হারুনার রশীদ।

স্থানীয় নাম লাউভোলা এই মাছের ফুলকো নানা ধরনের ঔষধি গুণ বহন করে। এজন্য দেশে ও বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে।

জেলে রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার সকালে রায়মঙ্গল সংলগ্ন মাদার নদীতে ‘বাইস্যা জাল’ ফেলেন। দুপুরে জাল তুলতে গিয়েই তিনি হতবাক। সঙ্গী ও স্থানীয় লোকজনদের থেকে অনেক কষ্ট করে জাল তুলে দেখতে পান এর মধ্যে রয়েছে সুন্দরবনের লাউভোলা মাছের খনি।

১২৬ পিস মাছের ওজন ১ হাজার ৫১ কেজি জানিয়ে তিনি বলেন, প্রতি কেজি ৫৯০ টাকা দরে তিনি তা বিক্রি করেছেন।

রফিকুল ইসলাম জানান, এই মাছ বিক্রি করে তিনি হাতে পেয়েছেন প্রায় ৬ লাখ টাকা। এতে তার ভাগ্যের চাকা ঘুরে গেছে।

শ্যামনগর উপজেলা সদরের সোনার মোড়ের মদিনা ফিসের মালিক কালীগঞ্জের হারুনার রশীদ জানান, তিনি মাছগুলো সব কিনে নিয়েছেন। এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি এর ফুলকো ওষুধ শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। এ কারণে এর দামও বেশি।

তিনি বলেন, একবারেই আমি মাছগুলো কিনে নিয়েছি। আমি তা ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী বলেন, তিনি মাছগুলি নিজেই দেখেছেন। এই মাছের দাম অনেক বেশি। স্থানীয়ভাবে ৫৯০ টাকা দরে বিক্রি হলেও ঢাকায় তা বিক্রি হওয়ার কথা প্রতি কেজি হাজার টাকারও বেশি।

 

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি