মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০ বছর পর হেরে কাঁদলেন কাউন্সিলর প্রার্থী

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ৬ সাধারণ ওয়ার্ড) দীর্ঘ ৩০ বছর ধরে কাউন্সিলর ছিলেন মিনারা বেগম। দীর্ঘদিন জনগণের সেবা করা এ প্রার্থী গত শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে হেরে গেছেন। তার এ হারের পেছনে বিজয়ী প্রার্থীর অবৈধ টাকা এবং পেশিশক্তি ব্যবহারকে দায়ী করেছেন তিনি। এ অভিযোগ করতে ডাকা সংবাদ সম্মেলনে কেঁদেও ফেলেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মিনারা বেগম। সেখানে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মিনারা বেগম দীর্ঘ ৩০ বছর ধরে ৬ বার পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ছিলেন। গত ১০ বছর ছিলেন প্যানেল মেয়র। এ বছরও তিনি পিরোজপুর পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড (সাধারণ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) থেকে সংরক্ষিত কাউন্সিলর পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।

লিখিত বক্তব্যে মিনারা বেগম অভিযোগ করেন, ‘নির্বাচনে বিজয়ী জবাফুল প্রতীকের প্রার্থী প্রচুর পরিমাণে অবৈধ অর্থ ব্যয় করে পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের দুইটি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের যোগসাজসে অনিয়ম করে তাকে পরাজিত করেছেন। এ ছাড়া ওই কেন্দ্রগুলোতে তার এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে।’

তিনি জানান, এ বিষয়ে তিনি নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রতিকার পাননি। এমনকি একটি কেন্দ্র থেকে প্রদানকৃত ফলাফলে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর না করে ফলাফলের শিট দিয়ে দেন।

মিনারা বেগমের দাবি, জনগণ তাকে ঠিকই ভোট দিয়েছেন। তবে প্রচুর অর্থ ও পেশিশক্তির মাধ্যমে তাকে নির্বাচনে পরাজিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হাওরের কচুরিপানা দিয়ে তৈরী হচ্ছে ‘ জলকমল’খ্যাত জৈবসার

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির

ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান উপস্থাপিকা!