বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাকিব এবার ব্যাটিং দেখাতে চান

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে দশ মাসের বিরতি গেছে বাংলাদেশ দলের। বিরতি অবশ্য সব দেশেরই কম বেশি গেছে। ওদিকে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান দেড় বছরের বেশি সময় পরে ওয়ানডে দলে ফিরেছেন। সাকিবের ওপর চাপটা তাই ছিল বেশি। তবে ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, চাপ দলের সবার ওপরই ছিল।

ফেরার ম্যাচে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে এবং ব্যাট হাতে ১৯ রান করে ম্যাচসেরা হয়েছেন সাকিব। করেছেন ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। দীর্ঘদিন পরে ফিরে অসাধারণ এই পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘আমি কেবল ভালো জায়গায় বোলিং করতে চেয়েছিলাম। বাকিটা ছেড়ে দিয়েছিলাম উইকেটের ওপর।

বল হাতে দুর্দান্ত ঘূর্ণি দেখানোর পর সময় নিয়ে ব্যাটিং করছিলেন সাকিব। ডাবল-সিঙ্গেলে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে পেছনে এসে খেলতে গিয়ে স্পিন বলে প্লেড অন হয়ে সাজঘরে ফেরেন সাকিব।

নিজের ব্যাটিং নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘সত্যি বলতে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আমি ধরার মধ্যে আনি না। ড্রেসিং রুমের বাইরের অনেকে হয়তো ঘরোয়া ক্রিকেটের ওই পারফরম্যান্স বিবেচনায় রেখেছিলেন। আমার মনে হয়েছে, ব্যাট হাতে আমি ভালো করছিলাম, এরপরই আউট হয়ে গেছি। সামনের ম্যাচে ব্যাট হাতে ভালো করতে হবে। অনেকদিন পরে খেলতে নামায় আমরা সবাই খানিকটা চাপে ছিলাম। এই জয় দলের সবাইকে মাথা ঠান্ডা রাখতে সহায়তা করবে।’

এ জাতীয় আরও খবর