বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্রিকেটে ‘বাংলাদেশি ব্র্যান্ড’ প্রতিষ্ঠা চান তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : অন্য কোনো দেশকে অনুসরণ নয়। অধিনায়ক হিসেবে তামিম ইকবালের চাওয়া ক্রিকেটে বাংলাদেশের খেলার নিজস্ব ধরনকেই একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।

ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম। এ সময় তিনি দলের সংস্কৃতি, শক্তি, দুর্বলতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে অন্যান্য দেশের স্টাইল অনুসরণ করা না করে নিজস্ব স্টাইলে ক্রিকেট তৈরি করার ভাবনা জানান তিনি।

তার মতে, নিজ দলের যা শক্তি রয়েছে, সেখানে মনোনিবেশ করা উচিত এবং এটি নিজেদের ক্রিকেটকে ‘ব্র্যান্ড’ হিসাবে তৈরি করবে।

তামিম বলেন, ‘আমি সব সময়ই বাংলাদেশের ব্র্যান্ড ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে থাকি। আমি সব সময় বলেছি, প্রতিটি দেশের নিজস্ব স্টাইল রয়েছে। তাই আমি মনে করি, আমাদের অন্য কাউকে অনুসরণ করা উচিত নয়।’

তিনি আরো বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের মত শক্তিশালী হতে পারি না বা অস্ট্রেলিয়ার মতো নিজেদের গড়ে তুলতে পারি না। তবে অন্যদের মত দলে আমাদের অন্য অনেকের সুবিধা নেই।’

তামিম বলেন, ‘আমি যা তৈরি করতে চাই, সেটি হলো- বাংলাদেশের ব্র্যান্ড ক্রিকেট তৈরি করা, যা আমাদের খেলানো উচিত। আমরা অন্যকে অনুসরণ না করে, নিজেদের খেলায় মনোনিবেশ করতে চাই। আমাদের শক্তি কোথায় রয়েছে সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। প্রকৃতপক্ষে আমরা যদি আমাদের শক্তির দিকে মনোনিবেশ করি, আর এটি আমাদের ব্র্যান্ড হওয়া উচিত। তবেই আমরা ভালো খেলব।’

এ জাতীয় আরও খবর